জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্কে আগামী প্রজন্মের মধ্যে মুক্তি যুদ্ধের চেতনা জাগ্রত করা এবং হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির পিতা সম্পর্কে তরুণ প্রজন্মের মধ্যে জ্ঞানের আলো ছড়ানোর জন্য যশোরের ঝুমঝুমপুরে বিসিক শিল্প নগরীতে বিকাল তিনটায় বঙ্গ বন্ধু কর্নার উদ্বোধন করেন বিসিক চেয়ারম্যান মুহাঃ মাহবুবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিসিকের ডিজিএম গোলাম হাফিজ, বিসিক কর্মকর্তা মেহেদী হাসান, বিসিক শিল্প মালিক সমিতির নেতা তৌহিদুর রহমান, শাকির আলী, মোস্তাক আহমেদ, এম ইউ ফিস কোম্পানির এমডি শ্যামল দাশ,যশোর জেলা মৎস্য জীবী লীগের আহবায়ক মোঃ আবু তোহা, জেলা মৎস্য জীবী লীগ নেতা নারায়ণ চন্দ্র বিশ্বাস, শেখ পিয়ার মুহাম্মদ পিয়ার, জাকির হোসেন, শাহিদ ইমরান সবুজ, মশিয়ার রহমান প্রমুখ। পরে বিসিক চেয়ারম্যান বিসিকে অবস্থিত রেসকো বিস্কুট ও রপ্তানি মুখী চিংড়ি মাছের কারখানা এম ইউ ফিস কোম্পানির কারখানা পরিদর্শন করেন। পরে এক মতবিনিময় সভায় বিসিক চেয়ারম্যান যশোর বিসিককে আরো সন্প্রসারনের ঘোষণা করেন।
যশোরের বিসিক শিল্প নগরীতে বঙ্গ বন্ধু কর্নার উদ্বোধন

