শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

নড়াইলে ৪ সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ১০

আরো খবর

নড়াইল প্রতিনিধি:নড়াইলে সাজাপ্রাপ্ত ৪ (চার) আসামিসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল (২ আগস্ট) রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সাজাপ্রাপ্ত আসামিরা হলো সদর থানার মহিষখোলা গ্রামের মৃত ফরিদ আহমেদের ছেলে সেলিম শেখ, শেখহাটি গ্রামের মোস্তফা কামালের ছেলে রাকিব হাসান অনিক, নিরালী গ্রামের স্বপন বিশ্বাসের ছেলে সুকদেব বিশ্বাস, লোহাগড়া থানার কামঠানা গ্রামের মাসুদ শেখের ছেলে বিপ্লব শেখ। এছাড়া ওয়ারেন্টভুক্ত আরো ছয় আসামিকে গ্রেপ্তার করা হয়।
এদের মধ্যে সেলিম শেখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিন বছরের সশ্রম কারাদ- ও ৫(পাঁচ) হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত। রাকিব হাসান অনিক, সুকদেব বিশ্বাস ও বিপ্লব শেখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয় মাসের সশ্রম কারাদকারাদন্ডে দন্ডিত।
গ্রেপ্তারকৃত অন্যান্য আসামিরা হলো নড়াইল সদর থানার বিজয়পুর গ্রামের রফিকুল মোল্যা, বগুড়-চাঁদপুর গ্রামের আনিসুর রহমান ও আমেনা বেগম। লোহাগড়া থানার আমডাঙ্গা গ্রামের ইকবাল মুন্সি, পোদ্দারপাড়া গ্রামের রেহানা বেগম ও চর শামুকখোলা গ্রামের তরিকুল ইসলাম।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবাইদুর রহমান ও লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন সাজাপ্রাপ্ত আসামিদের আটকের কথা স্বীকার করে বলেন, আদলতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

 

 

 

আরো পড়ুন

সর্বশেষ