শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে ভাসুরের কাছে ভিক্ষার টাকা রেখে বিপাকে অন্ধ পরিবার

আরো খবর

বিশেষ প্রতিনিধি:ভিক্ষাবৃত্তি করে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য জমানো এক লাখ উনিশ হাজার নয়শ’ পঞ্চাশ টাকা প্রতারণা মূলকভাবে আত্মসাত  ও খুন জখমের হুমকী ধামকীর ঘটনায় আদালতের নির্দেশে কোতয়ালি থানায়  মামলা হয়েছে।

মামলায় আসামীরা হলেন, সদর উপজেলার ভেকুটিয়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে সবজে আলী ওরফে কুনছে,কুনছের স্ত্রী  মোমেনা বেগম ও সবজে আলী ওরফে কুনছের এর ছেলে সাগর।

মামলার অভিযোগকারী ও তার স্বামী দীর্ঘদিন যাবত যশোর শহরে বিভিন্ন স্থানে ভিক্ষা করে জীবন যাপন  করেন। সেই ভিক্ষার টাকা কিছু কিছু সঞ্চয় করে বাদির মেয়ের বিয়ের জন্য  জমিয়ে গত বছর ১২ ফেব্রুয়ারী ১লাখ ১৯ হাজার টাকা ৯শ’ ৫০ টাকার ১টি সোনার চেইন, একজোড়া কানের দুল মোট ১ভরি ৮ আনা ২রতি এবং গত বছরের ২ আগষ্ট সোনার একটি বেসলেট ১৫ আনা ৪ রতি ৫ পয়েন্ট ও দুই জোড়া রুপার ৭ আনা মোট ৯০ হাজার ৫শ’ ৩ টাকা এবং নগদ ২লাখ টাকা বাদি তার ভাসুরদের কাছে জামানত হিসেবে  রাখেন।

গত ২৩ জুলাই  অন্ধ স্বামীকে নিয়ে ভাসুরের কাছে গিয়ে তাদের দেয়া টাকা ও অলংকার  ফেরত চাইলে  ফেরত না দিয়ে  খুন জখমের হুমকী দেয়। এনিয়ে কথা কাটাকাটির একপর্যায়   বাদির মাথায় আঘাত করলে   গুরুতর হ জখম হন।  এব্যাপারে  মামলা করলে আদালতের নির্দেশে কোতয়ালি থানায় মামলাটি রেকর্ড করা হয়েছে ।

আরো পড়ুন

সর্বশেষ