শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

কচুয়ায় মোটরসাইকেলের ধাক্কায় কৃষক নিহত ১

আরো খবর

 বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের কচুয়াতে মোটরসাইকেলের  ধাক্কায় ইব্রাহিম শেখ (৫০) নামের এক কৃষক নিহত
 হয়েছেন। শনিবার (৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দেপাড়া-চিতলমারী সড়কের ফুলতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম শেখ কচুয়া উপজেলার উদানখালী গ্রামের মৃত আহমদ আলী শেখের ছেলে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
গজালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন জানান, সন্ধ্যায় দেপাড়া থেকে চিতলমারীগামী একটি মোটরসাইকেল ইব্রাহিমকে ধাক্কা দেয়। গুরুত্বর আহত অবস্থায় ইব্রাহিমকে বাগেরহাট জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, মোটরসাইকেল চালক শাকিল শেখ আলীপুর এলাকার শহিদুল শেখের ছেলে। তবে ঘটনার পর থেকে শাকিল আত্মগোপনে রয়েছেন।

আরো পড়ুন

সর্বশেষ