শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

বেনাপোলে তিন সাজাপ্রাপ্তসহ ১৪ জনকে গ্রেপ্তার

আরো খবর

শার্শা প্রতিনিধি :যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তিন সাজাপ্রাপ্ত আসামীসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে পোর্ট থানা পুলিশ। গ্রেফতারকৃতদের বাড়ি বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকায়।

পুলিশ জানায়, সাজাপ্রাপ্ত তিন আসামী ও ১১ জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীরা গোপনে এলাকায় অবস্থান করছে এমন খবরে যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার এর নির্দেশক্রমে রোববার ভোর রাত থেকে সকাল পর্যন্ত বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। এসময় গ্রেফতার করা হয় সাজাপ্রাপ্ত আসামী বেনাপোল পোর্ট থানার শিবনাথপুর বারপোতা গ্রামের মৃত আবু বক্কার সরকারের ছেলে তরিকুল ইসলাম, গয়ড়া গ্রামের জাহান আলীর ছেলে আইয়ুব আলী ও বাহাদুরপুর রোডের মেসার্স রহমান এন্ড ব্রাদার্স এর মালিক মোস্তাফিজুর রহমানকে।
এছাড়া গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত পলাতক ১১ জন আসামীকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন পোর্ট থানার গাজীপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে তরিকুল, দিঘীরপাড় গ্রামের মৃত মনু শেখের ছেলে এনামুল হোসেন, একই গ্রামের মো: রহমানের ছেলে মোঃ রায়হান, কবির হোসেনের ছেলে মোঃ সুইট, সাদীপুর গ্রামে ওহিদুল্লাহ বল্টুর ছেলে আক্তার হোসেন, বড় আঁচড়া গ্রামের আলী হোসেনের ছেলে মো: রিংকু, একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে মোঃ রনি, শাহজামালের ছেলে মারুফ হোসেন, কৃষ্ণপুর (পশ্চিমপাড়া) গ্রামের মৃত আবু শাম এর ছেলে জাকির হোসেন, পুটখালি পশ্চিমপাড়া গ্রামের রুহু আমিনের ছেলে হাসান আলী ও রাজাপুর উত্তরপাড়া গ্রামের আহম্মেদ আলী মন্ডলের ছেলে কামরুল ইসলাম কামাল।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুইয়া জানান, গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীরা গোপনে এলাকায় অবস্থান করছে এমন খবরে রোববার ভোর থেকে সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের যথাযথ পুলিশ প্রহরায় দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

আরো পড়ুন

সর্বশেষ