মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা শাবান, ১৪৪৭ হিজরি

চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অভয়নগরে আট ইউনিয়নে নৌকা-৪, স্বতন্ত্র-৪

আরো খবর

অভয়নগর (যশোর) প্রতিনিধি
চতুর্থ ধাপে যশোরের অভয়নগর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদে নির্বাচন সম্পন্ন হয়েছে। উক্ত নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের চারজন ও স্বতন্ত্র প্রার্থী চারজন নির্বাচিত হয়েছেন। রবিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮ টা থেকে একযোগে বিকাল ৪ টা পর্যন্ত ৮৬টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাচন কার্যালয় কর্তৃক বেসরকারি ফলাফল অনুযায়ী বিজয়ী চেয়ারম্যানরা হলেন- প্রেমবাগ ইউনিয়নে নৌকা প্রতীকের মো. মফিজ উদ্দিন, সুন্দলী ইউনিয়নে নৌকা প্রতীকের বিকাশ রায়, চলিশিয়া ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সানা আব্দুল মান্নান, পায়রা ইউনিয়নে নৌকা প্রতীকের মো. হাফিজুর রহমান বিশ্বাস, শ্রীধরপুর ইউনিয়নে নৌকা প্রতীকের মো. নাসির উদ্দিন, বাঘুটিয়া ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শেখ তৈয়েবুর রহমান, শুভরাড়া ইউনিয়নে চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. জহুরুল ইসলাম ও সিদ্ধিপাশা ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকের স্বাতন্ত্র প্রার্থী শেখ আবুল কাশেম।
উপজেলার ৮টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা এক লাখ ৪২ হাজার ৯৮। মহিলা ভোটার ৭০ হাজার ৯৩৪, পুরুষ ভোটার ৭১ হাজার ১৬৪। ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪০ জন, সংরক্ষিত আসনে ৯৫ জন ও সাধারণ ওয়ার্ডে সদস্য পদে ২৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ