নিজস্ব প্রতিবেদক:যশোরে নানা কর্ম সূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী। দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও স্মতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধি অংশ গ্রহণ করেন।
পরে অস্বচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়া মিলঅদ মাহফিল ও বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আতন্র মাগফিরাত কামনা করে বিশেস মেনাজাত করা হয়। সর্বশেষ প্রধানমন্ত্রীর অনুষ্ঠান এবং বঙ্গমাতার উপর নির্মিত ভিডিও চিত্র অবলোকন করেন উপস্থিতিরা।
