সাতক্ষীরা প্রতিনিধিঃ ভূমিহীন মুক্ত হতে চলেছে সাতক্ষীরার ৬উপজেলার গৃহহীন মানুষ। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে পূর্ব ঘোষিত মুজিব বর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে আধাপাকা ঘর এবং জমি পাচ্ছেন সাতক্ষীরা জেলার তিন হাজার ৪১৮টি ভূমিহীন পরিবার।
এর মধ্যে কয়েক দফায় তিন হাজার ২০টি ঘর হস্তান্তর করা হয়েছে। বুধবার ৯ আগস্ট সারা দেশের ন্যায় জেলার আরও ৩৬৪টি ঘর ভার্চুয়ালী উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।জেলার বিভিন্ন অঞ্চল ঘুরে দেখা গেছে, ভূমিহীন ও গৃহহীন পরিবারের কাছে হস্তান্তরের জন্য ৩৬৪টি ঘরের সকল কাজ শেষ হয়েছে ইতিমধ্যে। এর মধ্যে তালা উপজেলায় ৩১০টি, কলারোয়া উপজেলার ৩৭৫টি, দেবহাটা উপজেলার ১৬২টি ও শ্যামনগর উপজেলায় ৫৪৯টি পরিবারকে পুনর্বাসন করে এই চার উপজেলাকে আগেই ভূমিহীনমুক্ত ঘোষণা করার হয়েছে। বুধবার কালিগঞ্জ উপজেলার ১১৭টি এবং সাতক্ষীরা সদর উজলোর ৪০টি ঘর উদ্বোধনের মধ্যে দিয়ে এই দুই উপজেলাকে ভূমিহীনমুক্ত ঘোষণা করার প্রস্তাব রয়েছে।
সব মিলিয়ে এবার জেলার ৬টি উপজেলা ভূমিহীনমুক্ত ঘোষণা করা হতে চলেছে। প্রতিটি পরিবার ২কাঠা জমিসহ দুই কক্ষ বিশিষ্ট একটি আধা পাকা ঘর, একটি বাথরুম, রান্না ঘরসহ সুপেয় পানির সুবিধা পাবে। এ বিষয়ে আজ মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের অবহিত করার জন্য আমন্ত্রণ জানান জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, জেলায় ৩৬৪টি মুজিববর্ষের ঘর উদ্বোধনের জন্য প্রস্তুত করা হয়েছে। আগামীকাল বুধবার ভার্চুয়ালী এসব ঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। স্বচ্ছতার সাথে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের আন্তরিক প্রচেষ্টায় ঘর গুলো নির্মাণ করা হয়েছে।
এর আগে জেলার চার উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করা হয়েছিলো। এবার আরও দুটি উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, একটি উপজেলা কিছু ঘরের কাজ চলমান রয়েছে। পরিবর্তিতে সেই ঘর গুলো হস্তান্তরের মাধ্যমে সাতক্ষীরা জেলাকে ভূমিহীনমুক্ত জেলা হিসেবে ঘোষণা করা হবে।

