সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এই প্রথম একজনের মৃত্যু হয়েছে।বুধবার ভোর রাতে সাতক্ষীরা মেডিকেলে কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্তায় মৃত্যু হয় তার। তবে এখন পর্যান্ত তার নাম ঠিকনা প্রকাশ করেনে কতৃপক্ষ।
এনিয়ে জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাড়ালো ২০৭ জন।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের তত্বাবধায়ক জয়ন্ত কুমার সরকার জানান, গত ২৪ ঘন্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। নতুন করে আরো ১৫ জনের ডেঙ্গু জ্বর সনাক্ত হয়েছে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২০৭জনে। এদের মধ্যযে সাতক্ষীরা সদর হাসপাতালে ১ জন, মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জন, আশাশুনি ২ জন, দেবহাটা ১ জন, কালিগঞ্জ ৪ জন, কলারোয়া ৫ জন, শ্যামনগর ২ জন, তালা ১ জন এবং
বেসরকারী হাসপাতাল ও ক্লিনিকে ২৮ জন রোগী ভর্তি রয়েছে। এ পর্যন্ত সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে ১৬৪ জন।

