সাইফুজ্জামান মন্টু:বাগআঁচড়া:যশোরের শার্শা উপজেলার ৮নং বাগআঁচড়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদের হল রুমে বৃহস্পতিবার বিকালে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেকের সভাপতিত্বে পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যশোরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোষার কান্তি পাল, শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল।
মাস্টার মাজহারুল ইসলাম এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ফেরদৌস, ডাঃ আফিল উদ্দিন ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল ইসলাম, বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সাবেক অধ্যক্ষ রেজাউল করিম, বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান হাসান আরিফ আহমেদ লিটন, বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলাম, বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সচিব মিলন হোসেন, যুবলীগ নেতা শফিক মাহমুদ ধাবক, আবুল কালাম, তবিবুর রহমান, ফজলুর রহমানসহ অত্র ইউনিয়নের ওয়ার্ড মেম্বার, মহিলা মেম্বার ও এলাকার সুধী মহল।
এসময় জেলা প্রশাসক বিভিন্ন রাজনীতিবিদ, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষের সাথে মতবিনিময় করেন।

