নড়াইল প্রতিনিধি:নড়াইলে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জেলা প্রশাসন ও শিল্পী এস এম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মশতবর্ষ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ (বৃহস্পতিবার) দিনব্যাপি কর্মসূচির মধ্যে ছিল কোরআন খানি, শিল্পীর মাজারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও দোয়া, জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, শিল্পী এস এম সুলতানের জীবন ও কর্মের ওপর শিশুদের অংকিত চিত্রকর্ম প্রদর্শনী, আর্টক্যাম্প, শিশু চিত্রকর্মশালা, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও চিত্র নদীতে নৌকা ভ্রমন, শিল্পী এস এম সুলতানের চিত্রকর্মের পর্যালোচনা, আলোচনা সভা এবং প্রামান্য চিত্র প্রদর্শনী।
সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ চেতনা চত্বরে’ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সংস্কৃতি বিষয়ক সচিব খলিল আহমেদ, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী ও নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। পরে শিল্পী এস এম সুলতানের মাজারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সংস্কৃতি বিষয়ক সচিব খলিল আহমেদ, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী ও নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। এছড়া জেলা পুলিশ, নড়াইল প্রেসক্লাব, এস এম সুলতান বেঙ্গল আর্ট কলেজ, লাল বাউল সম্প্রদায়, সম্মিলিত সাংস্কৃতিক জোট, মূর্ছনা সংগীত নিকেতন, গ্রেভ শিল্পী গোষ্ঠীসহ সরকারি ও বে-সরকারি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শিল্পীর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়।
পরে ‘শিশুস্বর্গ’ মিলনায়তনে এস এম সুলতানের জন্মশতবর্ষ উপলক্ষে শিল্পীর কর্মের ওপর শিশু শিল্পীদের অংকিত ১শ’ ফুট লম্বা চিত্রকর্ম প্রদর্শনী, বরেণ্য চিত্রশিল্পীদের অংশগ্রহনে আর্টক্যাম্প, শিশু চিত্রকর্মশালা এবং শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতাসহ বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত বছরব্যাপি কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক সচিব খলিল আহমেদ। এসময় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, পৌর মেয়র আঞ্জুমান আরা, এস এম সুলতান বেঙ্গল আর্ট কলেজের অধ্যক্ষ অনাদী বৈরাগী, সুলতান কমপ্লেক্সের কিউরেটর তন্দ্রা মুখার্জ্জী, বীর মুক্তিযোদ্ধা, সরকারী কর্মকর্তা, বিভিন্ন স্থান থেকে আগত চিত্রশিল্পী, শিশুস্বর্গের শিক্ষকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

