শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

অভয়নগরে প্রীতি ফুটবল ম্যাচ

আরো খবর

অভয়নগর প্রতিনিধি: অভয়নগরে বিবাহিত বনাম অবিবাহিত দলের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ আগস্ট) বিকাল ৪ টায় ধোপাদী চালতেতলা দীঘির পাড় এলাকাবাসীর উদ্যোগে ধোপাদি মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। প্রচুর দর্শক খেলাটি উপভোগ করেন।

অবিবাহিত দল বিবাহিত দল ১/১ গোল দেয়। খেলায় ১/১ গোলে ড্র হয়। আয়োজকরা জানান, বিনোদনের অন্যতম উৎস হিসেবে এ ফুটবল ম্যাচকে দর্শকরা সাদরে গ্রহণ করেন এবং আয়োজক কমিটিকে ধন্যবাদ জানায়। ভবিষ্যতে এরকম আরও ফুটবল ম্যাচ আয়োজনের আশা ব্যক্ত করেন। প্রীতি ফুটবল ম্যাচটি উদ্বোধন করেন নোয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক পরিতোষ কুমার দত্ত। বক্তব্য রাখেন তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা যুবলীগের আহবায়ক তালিম হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মশিউর রহমান মশি, নায়েব তৌহিদুল ইসলাম তৌহিদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক কালবেলা প্রতিনিধি শাহিন আহমেদ, ব্যবসায়ী কৃষ্ণ দত্ত, মোস্তফা কামাল, মেহেদী হাসান।এছাড়া এলাকার বিশিষ্টব্যক্তিরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন বাবলু বিশ্বাস। খেলা পরিচালনা করেন সাবেক জাতীয় দলের গোলকিপার রফিকুল ইসলাম রফিক। ধারাভাষ্যকার হিসেবে ছিলেন ইসরাফিল হোসেন, ইকলাস।

আরো পড়ুন

সর্বশেষ