নিজস্ব প্রতিবেদক:মণিরামপুরে কুলটিয়া ইউনিয়ন কৃষকলীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা,
দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে মশিয়াহাটি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত আলোচনা
সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি সুকৃতি বিশ্বাস।
প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
প্রভাষক ফারুক হোসেন। প্রধান বক্তার বক্তৃতা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম
বিষয়ক উপ-কমিটির সদস্য ও জেলা কৃষকলীগের সহ-সভাপতি এস এম ইয়াকুব
আলী।
ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক সুমিত্রা রানীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার সাবেক কাউন্সিলর গৌর কুমার ঘোষ,
উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, নেহালপুর ইউনিয়নের
চেয়ারম্যান এম এম ফারুক হুসাইন, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল ইসলাম,
উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক স ম আলাউদ্দীন, কুলটিয়া ইউনিয়ন
আওয়ামীলীগের সভাপতি প্রণয় বিশ্বাস, জেলা কৃষকলীগের সদস্য বিশ্বজিৎ,
উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক জামাল উদ্দীন, উপজেলা পৌর
যুবলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, যুবলীগ নেতা কাউন্সিলর আইয়ুব
পাটোয়ারী, কুদ্দুস আলী, উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাস্টার
আইনুল ইসলাম রিপনসহ স্থানীয় আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ ও কৃষকলীগের
নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল শহীদদের
আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
শোকের মাস আগস্ট:মণিরামপুরে দোয়া মাহফিলে ইয়াকুবসহ নেতৃবৃন্দ

