শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

শ্যামনগরে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য ট্যাংক প্রদান

আরো খবর

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী গ্রামের ষাটোর্ধ্ব বিধবা নারীকে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য পানির ট্যাংক দেয়া হয়েছে। উপকূলীয় মানুষের খাবার পানির কষ্টের কথা বিবেচনায় রোকেয়া এ হাবিবের পক্ষ থেকে এই পানির ট্যাংক হস্তান্তর করা হয়।
শনিবার সিডিও এর স্বেচছাসেবক হাফিজ বৃদ্ধ হামিদা বেগমের হাতে বাড়িতে ট্যাংকটি পৌঁছে দেন।
উল্লেখ্য, শ্যামনগর উপকূলের মানুষ খাবার পানির অভাবে ভুগছে,খাবার পানি কিনে খাওয়ার মত সামর্থ্য না থাকা পরিবারগুলোর জন্য পরিস্থিতি আরও নাজুক পর্যায়ে পৌঁছেছে। এমতাবস্থায় হামিদা বেগমের আহবানে সাড়া দিয়ে শুরু হওয়া বর্ষা মৌসুমে ধারণকৃত পানি সংরক্ষণের জন্য রোকেয়া এ হাবিব এই পানির ড্রাম সরবরাহ করেছেন।

আরো পড়ুন

সর্বশেষ