নিজস্ব প্রতিনিধি:যশোরে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে জনসচেতনা বিষয়ক র্যালি করা হয়েছে। সোমবার সকালে কালেকটরেট চত্বর থেকে র্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদার।
এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসান, সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ^াস ও উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন। র্যালিতে অন্যান্যদের সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রা-ছাত্রীরা অংশ গ্রহণ করে।

