অভয়নগর প্রতিনিধি:যশোরের অভয়নগরে জাতীয় শোক দিবস-২০২৩ ও জাতির পিতার ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ আগষ্ট) বেসরকারি উন্নয়ন সংস্থা আশা আমতলা স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্যোগে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের ভৈরব আদর্শ মহাবিদ্যালের সামনে,আশা আমতলা স্বাস্থ্যসেবা কেন্দ্রে,এ কর্মসূচির আয়োজন করা হয়।আশা আমতলা স্বাস্থ্যসেবা কেন্দ্রের ইনচার্জ কাঞ্চন বিশ্বাস,সকাল থেকে বিকাল পর্যন্ত প্রায় দুই শতাধিক দরিদ্র সাধারণ রোগীদের ফ্রি চিকিৎসা সেবা দেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্ভোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,অভয়নগর উপজেলার আশা নওয়াপাড়া অঞ্চলের আর এম রেজোয়ান আলী,সিদ্ধিপাশা ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম, ভৈরব আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ পিজুষ কান্তি হীরা,আশা আমতলা ব্রাঞ্চ এর ম্যানেজার রফিকুল ইসলাম,সহকারী ব্রাঞ্চ ম্যানেজার মো.আব্দুস সালাম প্রমূখ।ফ্রি মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের,ব্যবস্থাপত্র প্রদান,ডায়াবেটিস পরীক্ষা ও রক্তচাপ পরিমাপ করা হয়।
সিদ্ধিপাশা গ্রাম থেকে চিকিৎসা নিতে আসা রশিদা বেগম বলেন,আমি অনেক দিন যাবত জটিল রোগে ভুগছি,এখানে এসে আমি চিকিৎসা সেবা ও ব্যবস্থাপত্র পেয়ে খুব খুশি।
আমতলা বাজার থেকে চিকিৎসা নিতে আশা নাসির উদ্দিন বলেন,আমি ডায়াবেটিস পরীক্ষা করাতে এসেছি।এখানে ফ্রি চিকিৎসা সেবা পেয়ে আমি আনন্দিত,কারণ আমি দিন মুজুর আমার আর্থিক অস্বচ্ছলতা থাকায় আমি ঠিকমত পরিক্ষা করতে পারিনা। মাঝে মধ্যে যদি এরকম উদ্যোগ নেন তবে আমাদের খুবই উপকার হয়।
আশা নওয়াপাড়া অঞ্চলের আর এম রেজোয়ান আলী বলেন,এই অঞ্চলের অসহায় দরিদ্র মানুষের অসুস্থ্যতার কথা চিন্তা করে আমরা এই উদ্যোগ গ্রহন করেছি,আশা করি এলাকাবাসী উপকৃত হবে।
ভৈরব আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ পিজুষ কান্তি হীরা,বলেন এ অঞ্চলের দরিদ্র ও অসহায় মানুষের অসুস্থ্যতার কথা চিন্তা করে আশা আমতলা স্বাস্থ্য সেবা কেন্দ্র যে মহতি উদ্যোগ নিয়েছেন ,এই উদ্যোগকে আমি স্বাগত জানাই।

