শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে র‌্যাবের অভিযানে বিস্ফোরকসহ  বিভিন্ন মামলার ৫ আসামি আটক

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা রোববার যশোর শহরের শংকরপুর ও খড়কী এলাকায় দীর্গ ৩ ঘন্টা অভিযান চালিয়ে বিস্ফোরক মামলার পলাতক আসামী আব্দুল মালেককে আটক করেছে। সে শহরের শংকরপুর চোপাদার পাড়া এলাকার ইনতাজ আলীর ছেলে।

এছাড়া, চোপদারপাড়া শংকরপুরের ইমরাজের ছেলে ইমরান, খড়কী দক্ষিণপাড়ার ওয়াজেদ আলীর ছেলে পলাশ ধলা, হত্যা প্রচেষ্টা মামলার পলাতক আসামী শহরের আব্দুল করিম রোড় খড়কী মোড়ের মৃত নুরুমিস্ত্রীর ছেলে মুন্না, অস্ত্র মামলার পলাতক আসামী সদর উপজেলার নারাঙ্গালী গামের রওশন মোল্যার ছেলে রাজু মোল্যা। আটককৃত  আসামী পলাশ ওরফে ধলা এর বিরুদ্ধে কোতয়ালি থানায় বিস্ফোরক দ্রব্য আইনে আলাদা ৪টি ,১টি অস্ত্র ও ১টি হাত্যা প্রচেষ্টা মামলা রয়েছে। আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ