অভয়নগর প্রতিনিধি:অভয়নগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে আলোচনা সভা, দোয়া ও ইমামদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে, ফিল্ড সুপার ভাইজার মাহম্মদ মওদুদ আহমেদর সভাপতিত্বে , প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন হাফেজ শেখ হেলাল উদ্দীন। আলোচনা সভা শেষে ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ এর উদ্যোগে ১৫শ ইমামদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

