শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় ডেঙ্গুজ্বরে ২জনের মৃত্যু

আরো খবর

সাতক্ষীরা প্রতিনিধিঃ ডেঙ্গুজরে  আক্রান্ত হয়ে সাতক্ষীরায়  দুই জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার(১৫আগষ্ট) সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্তায়  তাদের মৃত্যু হয়। এনিয়ে জেলায়  ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেলেন ৩ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় আরও ৪ জন রোগী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন পর্যান্ত ডেঙ্গ আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৫০ জনে। ডেঙ্গুজ্বরে মৃতরা  হলেন  কলারোয়া উপজেলার নদোখালী এলাকার হাসানুর রহমানের স্ত্রী  সোনিয়া খাতুন ও  সদরউপজেলার বল্লী এলাকার সতিশ শর্মার ছেলে অমলেন্দু শর্মা।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসের তত্ত্ববধায়ক  ডা: জয়ন্ত কুমার সরকার জানান, সোনিয়া খাতুন ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ৫দিন আগে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। চিকিৎসাধিন অবস্থায় তিনি মঙ্গলবার ভোরে মারা যান। অপরদিকে অমলেন্দু শর্মা ভর্তি হন গত ১২ আগষ্ট রাতে। আজ সকালে তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, বর্তমানে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৫০ জন। এদের  মধ্যে বর্তমানে বিভিন্ন সরকারি-বেসরকারী হাসপাতাল ও ক্লিনিকে ২৬ জন রোগী ভর্তি রয়েছেন। এপর্যান্ত জেলায় মোট মৃত্যু হয়েছে ৩জনের।

আরো পড়ুন

সর্বশেষ