বিশেষ প্রতিনিধি:মঙ্গলবার যশোর শহরের এইচএমএম রোডস্থ সোনালী আবাসিক হোটেলের সামনে থেকে দু’টি ধারালো চাকুসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, কাজীপাড়া কাঠালতলার মীর বাকের আলীর ছেলে রাশেদুল ইসলাম ওরফে মাসুম ও পুরাতন কসবা লিচু বাগান এলাকার মৃত নূর ইসলামের ছেলে বাবু সরদার। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে কোতয়ালি থানায় মামলা হয়েছে। তাদেরকে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
সদর পুলিশ ফাঁড়ীর এটিএসআই জানান, রাত্রীকালীন বাজার ডিউটি করাকালীন সকাল ৭ টার পর শহরের মনসার মোড়ে অবস্থানকালে গোপন সূত্রে খবর পান এইচএমএম রোড সংলগ্ন,সোনালী হোটেলের সামনে কতিপয় যুবক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সমবেত হয়ে জনমনে ভীতি ও ত্রাস সৃষ্টি করছে।
এমন সংবাদের ভিত্তিতে উল্লেখিত স্থানে পৌছালে কয়েকজন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টার এক পর্যায় অফিসার ও ফোর্সের সহায়তায় রাশেদুল ইসলাম ওরফে মাসুম ও বাবু সরদারকে গ্রেফতার করা হয়। এসময় মাসুমের পরা জিন্সের প্যান্টের সামনের ডান পকেটে থাকা ১টি ষ্টিলের তৈরী ফোল্ডিং ধারালো চাকু ও বাবু সরদারের পরা জিন্সের প্যান্টের সামনে ডান পকেটে থাকা ১টি ষ্টিল ও লোহার তৈরী টিপ চাকু উদ্ধার করা হয়। পরে তাদেরকে কোতয়ালি থানায় সোপর্দ করে দ্রুত বিচার আইনে মামলা করা হয়।

