মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা শাবান, ১৪৪৭ হিজরি

কালীগঞ্জ রোস্তম আলী বিদ্যালয়ের দাতাসদস্যের বিরুদ্ধে অভিযোগ

আরো খবর

 

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধিঃ

এবার বিদ্যালয়ের পরিচালনা কমিটির প্রতিষ্টাতা সদস্য বি এম গোলাম সরোয়ার রেজার বিরুদ্ধে অভিযোগ করেছেন ঝিনাইদহের কালীগঞ্জ রোস্তম আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিয়ার রহমান। স্কুল সংক্রান্ত মিথ্যা বানোয়াট তথ্য অপপ্রচার করার অভিযোগ এনে তিনি গত ২৬ ডিসেম্বর কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর এক লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগে প্রধান শিক্ষক উল্লেখ করেছেন, সম্প্রতি বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন করার পর থেকেই প্রতিষ্টাতা সদস্য গোলাম সরোয়ার রেজা একটি মহলকে সাথে নিয়ে নানা মিথ্যা ও বানোয়াট তথ্য অপপ্রচারে লিপ্ত রয়েছেন। প্রতিষ্টাতা সদস্য গোলাম সরোয়ার রেজা বিদ্যালয় প্রতিষ্টাকালীন সময়ে এক শতক জমিও দান করেননি। এছাড়াও সে রেজুলেশন বহিতে ছয় হাজার টাকা জমার স্থলে কাটাকাটির মাধ্যমে ষোল হাজার টাকা দেখিয়ে ওই রেজুলেশন বোর্ডে দিয়ে প্রতিষ্টাতা সদস্য হয়েছেন। প্রধান শিক্ষক আরো জানান, জমি দান না করেও জমিদাতা সদস্য পরিচয়ে তিনি বিদ্যালয়ের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে ভুয়া ও মিথ্যা তথ্য দিয়ে অভিযোগপত্র প্রদান করেছেন। যা বিদ্যালয় সুষ্টভাবে পরিচালনার ক্ষেত্রে নানা বাধার সন্মুখিন ও ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তিনি জানান, বিদ্যালয়ের বর্তমান পরিচালনা পর্ষদ সরকারী বিধি অনুযায়ী গঠিত হয়েছে। এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মধুসুদন সাহা নিয়মতান্ত্রিক ভাবেই কমিটিটি গঠন করেছেন।
বিদ্যালয়ের প্রতিষ্টাতা সদস্য বি এম গোলাম সরোয়ার রেজা জানান, নৈতিকভাবে প্রধান শিক্ষক দুর্বল জায়গায় অবস্থান করছেন। প্রধান শিক্ষক আতিয়ার রহমানের ও সভাপতির লাগামহীন দূর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করাতে তারা অনিয়ম ঢাকতেই মিথ্যার আশ্রয় নিয়ে অভিযোগ করছে। সত্য একদিন প্রকাশ পাবেই।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন জানান, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের একটি অভিযোগপত্র পেয়েছেন। বিষয়টি তদন্ত পূর্বক তিনি দ্রুত ব্যাবস্থা নিবেন বলে জানান।
উল্লেখ্য, উক্ত বিদ্যালয়টির এবারের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে নিয়ে বর্তমানে দু’টি পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে।আর সেখানে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান শিক্ষকের বিরুদ্ধেও বার বার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া যাচ্ছে। বিশেষ করে একজন প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠায় ছাত্রছাত্রী ও অভিভাবকদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ