শাহাজান সাকিল: যশোরের মণিরামপুরে গভীর শ্রদ্ধায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। তবে উপজেলা আওয়ামীলীগের তিনটি গ্রুপ আলাদা ভাবে শ্রদ্ধা নিবেদন করেন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে।
সকালে বঙ্গবন্ধুর ম্যুরালে প্রথমে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা স্বপন ভট্টাচার্য্য এমপি।

পরে মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী মাহমুদুল হাসানসহ নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলুর নেতৃত্বে নেতৃবৃন্দ এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, উপজেলা চেয়ারম্যান নাজমা খানম ও কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য জেলা কৃষক লীগের সহ-সভাপতি এসএম ইয়াকুব আলীরগ নেতৃত্বে নেতৃবৃন্দ শোক র্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প অর্পণ এর মাধ্যমে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভায় অংশ গ্রহণ করেন।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারে সকল শহীদদের আত্মার শান্তি কামনায করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

