রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

সিরিজ বোমা হামলার প্রতিবাদে মনিরামপুরে আ’ লীগের সভা অনুষ্ঠিত

আরো খবর

মনিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে দলীয় অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন। উপজেলা যুবলীগ নেতা শিপন সরদারের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তৃতা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্র্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও জেলা কৃষকলীগের সহ-সভাপতি এস এম ইয়াকুব আলী, সাবেক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিএম মজিদ, সাবেক পৌরসভার কাউন্সিলর গৌর কুমার ঘোষ, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, সাবেক ছাত্রনেতা সন্দ্বীপ ঘোষ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল আক্তার বাবলু, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল ইসলাম, সাবেক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক স.ম. আলাউদ্দীন, যুবলীগের সদস্য পলাশ কুশারী, সাবেক উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জামাল হোসেন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, পৌর কাউন্সিলর কুদ্দুস, শ্যামকুড় ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আহাদুল করিম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফজলুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহামুদুল হাসান রকি প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে সিরিজ বোমা হামলার মাধ্যমে উগ্র মৌলবাদী গোষ্ঠী এদেশকে পাকিস্তান, আফগানিস্তান বানানোর ষড়যন্ত্র করেছিল। আওয়ামী লীগ এবং প্রগতিশীল শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো চলমান আছে। তারা সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

আরো পড়ুন

সর্বশেষ