শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

বাগেরহাটে পুকুরের পানিতে ডুবে নারীর মৃত্যু

আরো খবর

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে হালিমা বেগম (৬৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার  দুপুরে শহরের মিঠাপুকুর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে সকালে কাপড় ধোয়ার জন্য পুকুরে এসে নিখোঁজ হন তিনি।
মৃত হালিমা বেগম শরুই কবরখানা রোডের ইসমাইল হোসেনের মেয়ে। তিনি দীর্ঘদিন ওই এলাকায় তার ভাই নুরুল ইসলামের বাড়িতে থাকতেন।
মৃত হালিমা বেগমের ভাইয়ের ছেলে ইমরান বলেন, ‘হালিমা ফুফু প্রতিদিন সকালে শহরের মিঠা পুকুরে কাপর ধোয়ার জন্য আসতেন। সকালেও তিনি পুকুরে এসে আর বাসায় ফেরেননি। দেরি হওয়ায় পুকুরের ঘাটে চলে আসি আমরা। পুকুর পাড়ে তার কাছে থাকা বালতি ও কাপড় দেখতে পাই। অনেক খোঁজাখুঁজির পর দুপুরে মিঠা পুকুরে তার মরদেহটি ভাসতে দেখে লোকজন আমাদের খবর দেয়। ফুফু সাতার জানতেন না, হয়তো পাড় থেকে অসাবধনতা বসত পড়ে গিয়ে আর উঠতে পারিনি।
পুকুর মধ্য থেকে মরদেহটি পাড়ে নিয়ে আসা লাল মিয়া বলেন, এক নারী বলেন পুকুরের মধ্যে মনে হয় একজন মরা মানুষ ভাসছে। পাড় থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল না। পরে পুকুরে নেমে দেখি একজন নারীর মরদেহ ভাসছে। ভয়ে মরদেহটির কাছে যাচ্ছিল না। আমি মরদেহটি পুকুরের পাশে নিয়ে আসি।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, স্থানীয়দের কাছ থেকে জানতে পেরে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহের শরীরে কোনো ক্ষত পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে, পুকুরে কাপড় ধুতে গিয়ে পানিতে পড়ে ডুবে মৃত্যু হয়েছে তার। কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ