শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

এইচএসসি পরীক্ষাঃযশোর বোর্ডে বাংলা ১ম পত্রে অনুপস্থিত ৬২৪

আরো খবর

বিশেষ প্রতিনিধি:সারা দেশের মতো ১৭ আগষ্ট বৃহস্পতিবার যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। সকাল ১০টা থেকে শুরু হওয়া পরীক্ষা দুপুর ১টা পর্যন্ত চলে। এ বছর যশোর শিক্ষাবোর্ডের অধীনে ২২৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহীন আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন, খুলনা বিভাগের ১০ জেলার ৫৭৫টি কলেজ থেকে এ বছর ১ লাখ ১০ হাজার ৩শ’ ৫৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। এর মধ্যে ছেলে রয়েছে ৫৫ হাজার ২১৩ ও মেয়ে ৫৫ হাজার ১৪২ জন। মেয়েদের তুলনায় ছেলে ১শ’ ৭১ জন বেশি। নিয়মিত পরীক্ষার্থী ৯৮ হাজার ৭শ’ ৩৭ । অনিয়মিত ১১ হাজার ৩শ’ ৯৯। তিনি আরও জানান, এবার অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা বেশি। সেই সঙ্গে শিক্ষার্থী ভর্তির হারও অনেক। যার কারণে পরীক্ষার্থীর সংখ্যাও বেশি। বৃহস্পতিবার ১৭ আগস্ট সকাল থেকে বাংলা আব্যশিক ১ম পত্রে পরীক্ষায় ১লাখ ২ হাজার ৩৮ জনের মধ্যে অংশ নেন ১লাখ ১ হাজার ৪শ’ ১৪জন। পরীক্ষায় অনুপস্থিত হন ৬শ’ ২৪জন। যা গত বছরের তুলনায় অনেক কম। গত বছর বাংলায় ১ম পত্রে অনুপস্থিত সংখ্যা ছিল ১ হাজার ৯শ’ ৪জন। গত বছর বাংলা ১ম পত্রে অংশ গ্রহন করেন ৯৭ হাজার ৩শ’ ৩২জন।

আরো পড়ুন

সর্বশেষ