শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

অভয়নগরে সুন্দলী ইউনিয়নে স্মরণ সভা ও প্রার্থনা অনুষ্ঠিত

আরো খবর

অভয়নগর প্রতিনিধি:জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের ৩ নং ওয়ার্র্ডে স্মরণ সভা ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। ৩নং ওয়ার্ডবাসীর আয়োজনে গতকাল শুক্রবার বিকালে আড়পাড়া নতুন বাজারে এ স্মরণ সভা ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সুন্দলী ইউপি চেয়ারম্যান বিকাশ রায় কপিলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ।

বিশেষ অতিথি ছিলেন, সুন্দলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধীর কুমার পাড়ে, সদস্য চৈতন্য কুমার মন্ডল। সুন্দলী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রভাষক সমীরন সরকারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যুগ্ম সাধারণ সম্পাদক দীনেশ বিশ্বাস, মহিলা আওয়ামী লীগ নেত্রী হৈমন্তি বিশ্বাস, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুইট মল্লিক, সাধারণ সম্পাদক শিলাদিপ্ত বিশ্বাস, সুন্দলী ইউনিয়ন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি তিমির বরণ সরকার, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্রনাব বিশ্বাস, ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক বিভাষ সরকার, সুন্দলী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পল্লব বিশ্বাস, ইউনিয়ন মৎস্যজীবী লীগের আহবায়ক সৌরভ মল্লিক প্রমুখ। স্মরণ সভা শেষে প্রার্থনা অনুষ্ঠিত হয়। পরে খাবার বিতরণ করা হয়।

আরো পড়ুন

সর্বশেষ