শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

কালীগঞ্জে পিতা পুত্র মাদকসহ আটক

আরো খবর

কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধি:ঝিনাইদহের কালীগঞ্জ শহরের আড়পাড়া এলাকা থেকে গাঁজাসহ বাবা ও ছেলেকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে গাঁজাসহ তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
আটককৃতরা হলেন চুয়াডাঙ্গা জেলার দর্শনা উপজেলার রামনগর এলাকার গোলজার হোসেনের ছেলে শাহাবুল ইসলাম (৪০) ও আশিকুল হক। এ মাদক ব্যাসায়িরা দীর্ঘদিন বাইরে থেকে মাদক এনে কালীগঞ্জ এলাকায় বিক্রি করতো।
কালীগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমান জানান, মাদক কেনাবেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শহরের আড়পাড়া এলাকায় কালীগঞ্জ থানা পুলিশের এসআই কাবিরুলের নেতৃত্ব অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে তিন কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃতদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ