সাতক্ষীরা প্রতিনিধিঃ অবৈধভাবে ভারতে স্বর্ণ পাচার করতে গিয়ে সাতক্ষীরায় পুলিশের হাতে আটক হয়েছে মাহাবুব আলম (৪২) নামে এক চোরাকারবারী। শনিবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তাকে শহর অবস্তিত নিউমার্কেট এলাকা থেকে একটি বাসের ভিতর থেকে আটক করা হয়। এসময় উদ্ধার করা হয়েছে ৭টি স্বর্ণেরবার। আটক হওয়া মাহবুব আলম মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার চাঁরি গ্রামের ফরহাদ উদ্দিনের ছেলে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম বলেন, ভারতে স্বর্ন পাচার করা হচ্ছে এমন খবর পেয়ে থানা পুলিশের একটি টিম শহরের নিউমার্কেট এলাকায় অভিযান চালায়। এসময় সেখানে এসপি গোল্ডেন লাইন নামক একটি যাত্রবাহী বাসে তল্লাশি চালিয়ে মাহবুব আলমকে আটক করা হয়। পরবর্তীতে তার কাছ থেকে ৭টি স্বর্নের বার উদ্ধার করা হয়।ওসি আরো বলেন , উদ্ধারকৃত স্বর্নের বার গুলোর ওজন ৮১৬ গ্রাম। বর্তমান স্বর্ণেরবার গুলির বাজার মূল্য আনুমানিক ৬৩ লক্ষ টাকার মত । এই ঘটনায় আসামীর বিরুদ্ধে মামলা দিয়ে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া জব্দকৃত স্বর্নেরবার গুলি ট্রেজারি অফিসে জমা দেওয়া হচ্ছে।

