অভয়নগর প্রতিনিধি:স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উৎযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
নওয়াপাড়া পৌর আওয়ামীলীগ,বাংলাদেশ জাতীয় শ্রমীকলীগ নওয়াপাড়া রাজঘাট শিল্পাঞ্চল শাখা,উপজেলা যুবলীগ,তরুনলীগ ও বাস্তহারা লীগের যৌথ আয়োজনে ১৯আগষ্ট শনিবার বিকালে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। নওয়াপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী রফিকুল ইসলাম সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যশোর ৪ আসনের মাননীয় সংসদ সদস্য রনজিত কুমার রায়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় শ্রমীকলীগ নওয়াপাড়া রাজঘাট শিল্পাঞ্চল শাখার সাধারন সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র রবীন অধিকারী ব্যাচা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় শ্রমিকলীগ রাজঘাট শিল্পাঞ্চল শাখার সভাপতি ফারাজি নজরুল ইসলাম,নওয়াপাড়া পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আব্দুল ওয়াদুদ,উপজেলা যুবলীগের আহ্বায়ক ও ৩নং ওয়ার্ড কাউন্সিলর তালিম হোসেন, সাবেক জেলা পরিষদের সদস্য শাহ মুরাদ আহম্মেদ,উপজেলা তরুনলীগের সভাপতি বিল্লাল হোসেন বকুল, নওয়াপাড়া পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক বিল্লাল আহমেদ বাবু,বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি রনজিত রায় তার বক্তব্যে বলেন ,আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলেই দেশের ব্যাপক উন্নয়ন হয় যা আপনাদের সামনে দৃশ্যমান। তিনি আরো বলেন,অভয়নগর বাঘারপাড়া ও বসুন্দিয়া অঞ্চলের মানুষের কাধে কাধ মিলিয়ে আগামি সংসদ নির্বাচনে এ আসন থেকে আওয়ামিলীগের নৌকার প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
পরে শোক র্যলিটি নওয়াপাড়ার বিভিন্ন স্থান প্রদক্ষিন করে নওয়াপাড়া হাই স্কুল মাঠ প্রাঙ্গনে শেষ হয়।

