জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপের যশোর ভেন্যুর খেলায় সাতক্ষীরা মহিলা ফুটবল দল চ্যাম্পিয়ান হয়েছে।গত কাল বিকালে যশোর শামস- উল- হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় বিজয়ী দল ৯-০ গোলে নড়াইল জেলা মহিলা ফুটবল দলকে হারিয়ে জয়ী হয়।বিজয়ী দলেররাত্রি ১০ মিনিটে প্রথম গোলের সূচনা করে।এর পর সুরাইয়া ১৮,৪৮,৮৪ মিনিটে ৩ টি,প্রমিলা ৩১,৭০,৮৬ মিনিটে ৩ টি,এবং সাথী ২১,৫৫ মিনিটে ২ টি করে গোল করে।
