কেশবপুর (যশোর) প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে যশোরের কেশবপুর উপজেলার ৩ নং মজিদপুর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী মনোজ তরফদারকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল থেকে রাত পর্যন্ত মজিদপুর ইউনিয়নের শ্রীরামপুর বাজার, শিকারপুর বাজার ও পর্চক্রা বাজারসহ বিভিন্ন এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রতিটি পথসভায় শ্রেণীপেশার মানুষের উপস্থিতে পরিপুর্ণ হয়ে যায় সভা প্রাঙ্গন। ৩ নং মজিদপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মশিয়ার রহমান পিরুর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির ব্কব্য রাখেন বরেণ্য শিক্ষাবিদ ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম রুহুল আমিন। মাষ্টার আব্দুল হালিমের সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সভাপতি ও কেশবপুর পৌরসভার মেয়র মো, রফিকুল ইসলাম মোড়ল, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাড, রফিকুল ইসলাম পিটু, আইন বিষয়ক সম্পাদক এ্যাড, হোসাইন মোহাম্মাদ ইসলাম, ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কার্ত্তিক চন্দ্র সাহা। এসময় আরো বক্তব্য রাখেন, নৌকা প্রতিকের প্রার্থী মনোজ তরফদার, গাজী গোলাম সরোয়ার প্রমুখ। এসময় ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
