সাতক্ষীরা প্রতিনিধিঃ রাতের আঁধারে সাতক্ষীরায় পৌর কমিটির কৃষকলীগের কার্যালয় ভাংচুর করেছে দুর্বৃত্তরা। হামলা কারীরা এসময় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবিসহ একটি কম্পিউটার এবং আসবাবপত্র ভাংচুর করে পালিয়ে যায় বলে জানিয়েছে সংগঠনের নেতৃবৃন্দ।
রবিবার ভোর রাতে সাতক্ষীরার মাগুরা বৌ বাজার এলাকার ঘটনাটি ঘটে। সাতক্ষীরা পৌর কৃষকলীগের সভাপতি রাশিদ হাসান চৌধুরী বাবু বলেন, শনিবার রাতে তিনি অফিসে কাজ শেষ করে বাসায় যান। সকাল সাড়ে ৭টার দিকে অফিসে এসে দেখেন শাটার খোলা। পরে ভিতরে গেলে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিসহ কম্পিউটার ও আসবাবপত্র ভেঙে চুরমার করা অবস্থায় দেখেন তিনি। এর পরে পুলিশকে খবর দেওয়া হয়। এছাড়া অফিসে থাকা বেশকিছু নগদ টাকাও নিয়ে গেছে দুর্বৃত্তরা বলে অভিযোগ করেন তিনি। জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান জুয়েল জানান, বিষয়টি তিনি শুনেছেন। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের খুঁজে বের করে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, পৌর কৃষকলীগের কার্যালয় ভাংচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ব্যাপারে কৃষকলীগের নেতৃবৃন্দ মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।বিষয়টি তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

