রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে দুই যুবলীগ নেতার বিরুদ্ধে  ছাত্রলীগের কর্মীকে পিটানোর অভিযোগ

আরো খবর

 নিজস্ব প্রতিবেদক:যশোরে ছাত্রলীগের এক কর্মীর ওপর হামলা ও হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে দুই যুবলীগ নেতাসহ স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত ১৮ আগষ্ট যশোর সদর উপজেলার নারাঙ্গালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। এ ঘটনায় রোববার সকালে কোতোয়ালি থানায় আটজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন ছাত্রলীগ কর্মী ওই গ্রামের ইমামুল হোসেন।
 তারা  হলেন, দেয়াড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রাসেল গাজী, সাধারণ সম্পাদক খোকন, একই এলাকার সাইদুল ইসলাম, আসলাম গাজী, জসিম, রনি, রাজু ও নিলয়। অভিযোগ আমলে নিয়ে পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।
অভিযোগে ইমামুল উল্লেখ করেন, বিবাদীরা সন্ত্রাসী ও মাদক ব্যবসার সাথে জড়িত। তাদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। ইমামুল এসবের বিরুদ্ধে অবস্থান নেয়ায় বিবাদীরা তার উপর ক্ষিপ্ত ছিলেন। গত ১৮ আগষ্ট নারাঙ্গালী স্কুল মাঠে খেলা করছিলেন ইমামুল। এমন সময় বিবাদীরা তাকে মাঠ থেকে উঠিয়ে ফাঁকা একটি স্থানে নিয়ে যায় । এরপর তাকে বেধড়ক মারপিট করে জখম করে।
এছাড়া ইমামুলকে গলা চিপে হত্যার চেষ্টা করে ও পকেটে থাকা ১৩ হাজার টাকা ছিনিয়ে নেয়। আশপাশের লোকজন ছুটে আসলে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে বিবাদীরা চলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে ইমামুলকে যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করে। হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে রোববার তিনি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দেন।এ বিষয়ে অভিযোগের তদন্ত কর্মকর্তা এসআই জয়বালা বলেন, বিষয়টি নিয়ে তারা তদন্ত শুরু করেছেন।
এ বিষয়ে জানতে দেয়াড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রাসেল গাজী বলেন, ইমামুলকে মারপিট করা হয়েছে এটা সত্য। কিন্তু তার এ ঘটনার সাথে সম্পৃক্ততা নেই।

আরো পড়ুন

সর্বশেষ