রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

ভৈরব নদের পানি দুষনরোধে কঠোর অবস্থানে যাচ্ছে জেলা প্রশাসন

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: ভৈরব নদের পানি দুষন রোধে কঠোর অবস্থানে যাচ্ছে জেলা প্রশাসন। রোববার জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় আলোচনায় প্রাধান্য পায় ভৈরব নদ। আলোচনায় গত সভার সিদ্ধান্ত তুলে ধরেন সভার সঞ্চালক স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসান। ওই সভার সিদ্ধান্ত ছিল ভৈরব নদের কচুরিপনা অপসারণ এবং পানি দুষন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে পানিউন্নয়ন বোর্ড। এর অগ্রগতি জানতে চাইলে পাউবোর নির্বাহী প্রকৌশলী বলেন, ইতোমধ্যে অংশবিশেষ কচুরিপনা অপসারণ করা হয়েছে। তবে পানি দুষনরোধে তাদের দেয়া চিঠি আমলে নেয়নি নদের পাড়ের হাসপাতাল ক্লিনিক ব্যবসায়ীসহ অন্যন্যরা।
আলোচনায় প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন অংশ নিয়ে জানতে চান ভৈরব নদ খননের মূল উদ্দেশ্য ছিল জোয়ার ভাটা আনা। কিন্ত নদে তো জোয়ার ভাটা আসছেনা। তিনি জোয়ারভাটা আনার জন্য কোন প্রকল্প নেয়া হবে কিনা জানতে চান।
জবাবে নির্বাহী প্রকৌশলী বলেন, প্রকল্পের কাজ শেষ হয়ে গেছে নতুন বরাদ্দ না পেলে আর কাজ করা যাবেনা।
জোয়ারভাটা প্রসঙ্গে তিনি বলেন, পড়ন্ত বিকালে কিছুটা জোয়ার ভাটা দেখা যায়। এসব অন্য আলোচকরা বলেন, একদিকে নদ দুষন হচ্ছে অন্যদিকে জোয়ারভাটা নেই তাহলে কোটি কোটি টাকা ব্যয় করে সৌন্দার্য বর্ধন করে কি হবে।

আরো পড়ুন

সর্বশেষ