রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

গ্রেনেড হামলা দিবস উপলক্ষে মণিরামপুরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

আরো খবর

মণিরামপুর প্রতিনিধি:২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে মণিরামপুরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পুরাতন দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন।
উপজেলা যুবলীগ নেতা শিপন সরদারের পরিচালনায় এতে বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও জেলা কৃষকলীগের সহ-সভাপতি এস এম ইয়াকুব আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল আক্তার বাবলু, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক স ম আলাউদ্দীন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, পৌর কাউন্সিলর আব্দুল কুদ্দুস, শ্যামকুড় ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আহাদুল করিম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফজলুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহামুদুল হাসান রকি, সহ-সভাপতি মাহাবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম বাপ্পি, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান অভি প্রমুখ। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২১ আগস্টে গ্রেনেড হামলায় নিহতের স্বরণে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য এস এম ইয়াকুব আলী।

আরো পড়ুন

সর্বশেষ