রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় ভবনে তালা ঝুলিয়ে  শিক্ষার্থীদের বিক্ষোভ

আরো খবর

সাতক্ষীরা প্রতিনিধিঃ কারিকুলাম বোর্ড সংশোধনে এবং মেডিকেল এডুকেশন বোর্ড চালু সহ বিভিন্ন দাবী আদায়ে সাতক্ষীরার কালিগজ্ঞে বিক্ষোভ করেছে কোমলমতি  শিক্ষার্থীরা। সোমবার সকালে কালিগঞ্জউপজেলা নলতায় মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল-ম্যাটস’র প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে  বিক্ষোভ করে তারা। এসময় সাধারণ শিক্ষার্থীরা চারদফা দাবিতে ক্যাম্পাসে সমাবেশে মিলিত হয়।
শিক্ষার্থী মোনায়েম গাজী নাইমের সভাপতিত্বে বক্তব্য রাখেন,শিক্ষার্থী  তানভীর হোসেন, মোস্তাফিজুর রহমান, ফারজানা তুলি, শাহরিয়া সুলতানা ও শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জ্ঞাপন করে বক্তব্য রাখেন  শিক্ষক সুমিত কুমার গাইন। এসময় বক্তরা  বলেন, শিক্ষার্থীদের চারদফা দাবি আদায়ে গত বুধবার থেকে আন্দোলনে আছে ছাত্রছাত্রীরা। তারা ক্লাস-পরীক্ষা বর্জন করেছে। তারপরও সরকার সাধারণ শিক্ষার্থীদের নায্য দাবির প্রতি কর্ণপাত করছে না। অনতিবিলম্বে ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন করতে হবে। এই শিক্ষার্থীদের কোন স্বতন্ত্র বোর্ড নেই। শিক্ষার্থীদের জন্য  মেডিকেল এডুকেশন বোর্ড চালু করতে হবে। এছাড়া শিক্ষার্থী জন্য কর্মসংস্থান সৃষ্টি নৈতিক দায়িত্ব সরকারের । এজন্য বঙ্গবন্ধুর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষা প্রদান করতে হবে। তাদের দাবী আদায় না হলে কর্মসুচি চলতে থাকবে বলে জানান তারা।

আরো পড়ুন

সর্বশেষ