নড়াইল প্রতিনিধি:নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেনের (৭৫) ওপর হামলাকারিদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) বেলা ১১টার দিকে লাহুড়িয়া পশ্চিমপাড়ায় আকবর হোসেনের বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মামলার বাদি বাবলু শেখ, রাসেল শেখ, সোহাগ শেখসহ পরিবারের সদস্যরা।
বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন বলেন, গত ২৫মে লাহুড়িয়া বাজারে চায়ের দোকানে অবস্থানকালে ওই এলাকার মিরাজ, মশিয়ার, সাদ্দাম, তারিক, শাহিনুর, পিকুল, মফিজার, ইসরাফিল ও মাহমুদ আমার ওপর নৃসংশ হামলা চালায়। সাইজকাঠ দিয়ে আমার দু’টি পা ভেঙ্গে দেয় সন্ত্রাসীরা। ছেলেকে বিদেশ পাঠানোর জন্য আমার কাছে যে ২ লাখ টাকা ছিল, সেই টাকাও ছিনিয়ে নেয় তারা। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে কাজ করায় আমার ওপর বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর লোকজন এ হামলা করেছে। এ ঘটনায় মামলা দায়ের করলেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। মামলা তুলে নেয়ার জন্য আসামিপক্ষ চাপ দিচ্ছে।
আসামিপক্ষের লোকজন বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচরকে কেন্দ্র করে আকবর হোসেনের ওপর কোনো হামলার ঘটনা ঘটেনি। লাহুড়িয়া বাজারের খাজনা আদায়কে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা করেছে। আমাদের ওপর মিথ্যা অভিযোগ দিচ্ছে।
এ ব্যাপারে লোহাগড়া থানার ওসি নাসির উদ্দিন বলেন, বাদিকে ভয়ভীতি দিয়ে কোনো লাভ হবে না। আমরা দুই একদিনের মধ্যে এ মামলার চার্জশিট আদালতে পেশ করব।

