বাগেরহাট প্রতিনিধি:১৫ আগস্ট যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে সেই খুনিদের জিয়াউর রহমান ইনডেমনিটি দিয়ে বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করেছিল। জিয়াউর রহমান নেপথ্যে থেকে বঙ্গবন্ধুকে হত্যা করে ও হত্যাকান্ডের বিচার বন্ধ করতে ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেছিল। আর খালেদা জিয়া তার থেকে আরও একধাপ ওপরে গিয়ে জনগণের সংসদ, সেই সংসদে ভোটারবিহীন নির্বাচনে এমপি বানিয়ে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রশিদ-হুদাকে বসিয়েছিল। বিরোধী দলের নেতা পর্যন্ত বানিয়েছিল খুনি রশিদকে। বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত অনেক মাস্টারমাইন্ড, ষড়যন্ত্রকারী ও সুবিধাভোগীরা এখনো খোলস পরে অবাধে চলাফেরা করছে।
বুধবার (২৩ আগষ্ট) বিকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে বুড়িরডাঙ্গা ইউনিয়ন আ’লীগ ও সকল সহযোগী সংগঠন আয়োজিত এক শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে খুলনা সিটি মেয়র ও মহনগর আ’লীগের সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুুলখালেক এসব কথা বলেন।
বুড়িরডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু শেখর বিশ্বাস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্যামল কুমার দেওয়ান’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুশার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন, মোংলা উপজেলা আ’লীগের সভাপতি সনীল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, পৌর মেয়র ও পৌর আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আ: রহমান, বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নিখিল চন্দ্র রায় সহ সকল সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ।
সভাশেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জন্য দোয়া ও মোনাজাত করা হয়। শেষে সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

