ঝিকরগাছা প্রতিনিধি:হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল অব. অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দিন।
এই সময় বক্তব্য রাখেন উপজেলা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ সেলিম রেজা, ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমরান রশিদ, বাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, বাঁকড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নেছার আলী।
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক নেতা বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, উপজেলা যুবলীগ নেতা আবু জাফর মনি, জুব্বার আলী, জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগ সভাপতি এহসানুল হাবিব শিপলু, উপজেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ন আহবায়ক মাহবুব হাসান বরি, পৌর ছাত্রলীগের সভাপতি আশরাফুল আলম বাপ্পি, উপজেলা ছাত্রলীগ নেতা আকিবুল হুসাইন, বাঁকড়া বাজার কমিটির সভাপতি সামাদ দপ্তরী , বাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান, বাঁকড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ, উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় করেন কামরুজ্জামান মিন্টু মাস্টার প্রমূখ।

