মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা শাবান, ১৪৪৭ হিজরি

আশাশুনির ১১ ইউনিয়নের ইউপি নির্বাচনে আ’লীগ ৫, বিদ্রোহী ৩, জামায়াত ২ ও ১ বিএনপি সমর্থিত প্রার্থী নির্বাচিত

আরো খবর

সমীর রায় আশাশুনি : সাতক্ষীরার আশাশুনিতে ১১ ইউনিয়নে কোনরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পূর্ণ অবাধ সুষ্ঠ, নিরপেক্ষ সতঃস্ফুর্ত ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। বে-সরকারীভাবে প্রাপ্ত ফলাফলে বুধহাটা, দরগাহপুর, আশাশুনি সদর ও খাজরায় নৌকার প্রার্থীরা, কুল্যা, বড়দল ও শ্রীউলায় আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীরা, শোভনালী ও প্রতাপনগরে জামায়াত প্রার্থীরা ও আনুলিয়া ইউনিয়নে বিএনপি সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন।
বুধবার সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত কঠোর নিরাপত্তা বেষ্টনীর ভেতর বিরতিহীনভাবে চলে এ ভোট গ্রহন। নির্বাচনে ৫৬ চেয়ারম্যান, ১৩৩ সংরক্ষিত মহিলা সদস্য ও ৪২৮ জন সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। উপজেলার ১০৪ কেন্দ্রের ৬১১ কক্ষে ভোট প্রদান করেছেন ২ লক্ষ ২৫ হাজার ৯৮৯ ভোটার। এরমধ্যে ১ লক্ষ ১৪ হাজার ৯৬৭ পুরুষ ও ১ লক্ষ ১১ হাজার ২২ জন নারী ভোটার।
সকল কেন্দ্রে আলাদা সারিতে দাড়িয়ে নারী পুরুষ উৎসবমুখর পরিবেশে পছন্দের প্রতীকে ভোট প্রদান করেছেন।
বে-সরকারী ফলাফলে উপজেলার ১১ ইউপিতে বিজয়ী ও নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রার্থীরা যথাক্রমে-
শোভনালীতে উপজেলা জামায়াতের আমির স্বতন্ত্র প্রার্থী মাওলানা আবু বক্কর চশমা প্রতীক নিয়ে ৬৬৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শম্ভুচরণ মন্ডল পেয়েছেন ৫৩৪৩ ভোট।
বুধহাটায় উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মাহবুবুল হক ডাবলু নৌকা প্রতীক নিয়ে ৮৯৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আব্দুল হান্নান ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৬৫২৫ ভোট।
কুল্যায় আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ওমর ছাকী ফেরদৌস (পলাশ) আনারস প্রতীক নিয়ে ১১৩৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আব্দুল বাছেত আল হারুন চৌধুরী নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৫৮৩ ভোট।
দরগাহপুরে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ মিরাজ আলী নৌকা প্রতীক নিয়ে ৫৫৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী সতন্ত্র প্রার্থী স ম জমির উদ্দীন মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ২৩৫৬ ভোট।
বড়দলে উপজেলাআওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিদ্রোহী প্রার্থী জগদীশ চন্দ্র সানা ঘোড়া প্রতীক নিয়ে ৬৪৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী বিএনপির সতন্ত্র প্রার্থী আজহারুল ইসলাম মন্টু মোল্যা টেলিফোন প্রতীক নিয়ে পেয়েছেন ৫৫৩০ ভোট।

আশাশুনি সদরে এসএম হোসেনুজ্জামান হোসেন নৌকা প্রতীক নিয়ে ৮৮৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক স ম সেলিম রেজা মিলন চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৫৮৩ ভোট।
শ্রীউলা ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী প্রভাষক দিপংকর বাছাড় দিপু আনারস প্রতীক নিয়ে ৮৯৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম- সাধারন সম্পাদক আবু হেনা সাকিল নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৫০১৮ ভোট।
খাজরা ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক আলহাজ্ব এসএম শাহনেওয়াজ ডালিম নৌকা প্রতীক নিয়ে ৭৬২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী অহিদুল ইসলাম মোল্যা আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৭২১৭ ভোট।
আনুলিয়া ইউনিয়নে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সতন্ত্র প্রার্থী রুহুল কুদ্দুস আনারস প্রতীক নিয়ে ৮২৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আওয়ামীলীগ নেতা শাহাবুদ্দীন সানা নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৬৬৩৮ ভোট। প্রতাপনগর ইউনিয়নে সতন্ত্র প্রার্থী হাজী আবু দাউদ আনারস প্রতীক নিয়ে ৮৪৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ জাকির হোসেন নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৩২০২ ভোট।
কাদাকাটি ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দিপংকর কুমার সরকার নৌকা প্রতীক নিয়ে ৩৯৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী সতন্ত্র প্রার্থী মিজানুর রহমান মন্টু আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৩১২৪ ভোট। উল্লেখ্য, উপজেলার ১১ ইউনিয়নের চেয়ারম্যান পদে ৫৬ জন প্রার্থী নির্বাচন করেছেন। যার মধ্যে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীক ১১ জন, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীক ২ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীক ৪ জন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ মনোনীত মশাল প্রতীক ১ জন ও বাকী ৩৮ জন আওয়ামীলীগ বিদ্রোহী ও সতন্ত্র প্রার্থী হিসাবে বিভিন্ন প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন।##

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ