মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধঃ ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল বলেছেন জাতির জনকের কন্যা আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন দেশের মানুষের পছন্দ হলেও বিএনপি নেতাদের পছন্দ
নয়। দেশের উন্নয়ন তাদের পছন্দ হচ্ছেনা বলেই দেশের মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে। কিন্তু দেশের মানুষ
বিএনপির শাসন আমল দেখেছে বলেই আজ বিএনপি নেতারা মঞ্চে উঠে চেচিয়ে গলা ভাংলেও লোক পাচ্ছেনা
তারা আন্দোলন করার জন্য। তিনি আরো বলেন, বিএনপি নেতারা আন্দোলনে লোক না পেয়ে তারা আবার দেশে জ¦ালাও পোড়াও করার রাজনীতি শুরুর চেষ্টা করেছে। দেশের মানুষ এখন সচেতন, বিএনপি নেতাদের ভন্ডামিতে মানুষ আর পা দেবেনা।
জাতির জনকের কন্যা আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার উন্নয়ন দেশের মানুষ দেখেছে। তাই দেশের মানুষ
আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে দেশের প্রধানমন্ত্রীর চেয়ারে বসাবেন। গতকাল শনিবার বিকালে
ঝিনাইদহের মহেশপুর উপজেলার স্বরুপপুর ইউনিয়নের আওয়ামীলীগের উদ্যোগে অনুষ্ঠিত জাতিয় শোক
দিবসের আলোচনা সভা ও বিশেষ বর্ধীত সভায় প্রধান অতিথির বক্তব্য দান কলে তিনি এ কথা বলেন।
স্বরুপপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতিয় শোক দিবসের
আলোচনা সভা ও বিশেষ বর্ধীত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা আওয়ামীলীগের
সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, সাবেক সংসদ সদস্য নবী
নেওয়াজ,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, জেলা
আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আনিচুর রহমান টিপু,উপজেলা যুবলীগের যুগ্ন সম্পাদক
ইয়াকুব আলী প্রমুখ। পরে দোয়া মাহফিল শেষে এলাকার গরীব ও দুস্তদের মধ্যে খিচুরি বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি
ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।

