রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে ডাক্তার রশিদের নগ্ন আচরণে ক্ষুদ্ধ সাংবাদিক সমাজ

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:সংবাদ সংগ্রহ করতে গিয়ে যশোর জেনারেল হাসপাতালে হামলার শিকার হয়েছে সাংবাদিকরা। শুধু তাই নয়, তত্ত্বাবধায়ক দুই সাংবাদিক ধরে পুলিশের হাতে তুলে দেবার চেষ্টা করেন। রোববার দুপুরে ডেঙ্গু রোগির তথ্য সংগ্রহ করতে যান সাংবাদিকরা।

এসময় হাসপাতালের তত্ত্বাবধায়ক কয়েক জন চিকিৎসক ও কর্মচারীকে ডেকে নিয়ে তাদের ওপর হামলা চালান। হামলায় লাঞ্ছিত হন বাংলাদেশ টেলিভিশিন (বিটিভি) যশোর প্রতিনিধি ওহাবুজ্জামান ঝন্টু, ৭১ টিভির যশোর প্রতিনিধি এস এম ফরহাদ ও ক্যামেরা পারসন শাহারুল ইসলাম ফারদিন। পরে তত্ত্বাবধায়ক একাত্তর টেলিৃিভশনের ক্যামেরা পারসন শাহারুল ইসলাম ফারদিনকে ধরে পুলিশের হাতে তুলে দেন। এ ঘটনায় সাংবাদিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
সাংবাদিকদের কয়েকটি সংগঠন তাৎক্ষণিকভাবে জরুরি সভায় বসে। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানায়। এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।

আরো পড়ুন

সর্বশেষ