নিজস্ব প্রতিবেদক:ডেঙ্গুর তথ্য সংগ্রহ করতে গিয়ে যশোর সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের হাতে যশোর প্রেসক্লাবের সহ-সভাপতিসহ তিন সাংবাদিক লাঞ্ছিত হবার ঘটনায় বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। সাংবাদিকরা হাসপাতালের তত্ত্বাবধায়কের অপসারণ দাবিতে কর্মসূচি পালন করে। আজ দুপুরে সাংবাদিকদের সাতটি সংগঠনের নেতৃত্বে যশোর প্রেসক্লাব থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে নেতৃবৃন্দ জেলা প্রশাসকের পক্ষে স্থানীয় সরকার উপ পরিচালক রফিকুল হাসানের কাছে স্মারকলিপি প্রদান করে।
সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, বর্তমান তত্ত্বাবধায়ক যোগদানের পর থেকে যশোর জেনারেল হাসপাতালে নানা অনিয়ম-দুর্নীতি শুরু হয়। এতে করে সাধারণ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এসব অনিয়মের কারণে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ পায়। যে কারণে তিনি সাংবাদিকদের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন। তার অপসারণ না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলে সাংবাদিক নেতৃবৃন্দ ঘোষণা দেন।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক এস এম তৌহিদুর রহমানসহ সাংবাদিকদের সাতটি সংগঠনের নেতৃবৃন্দ।
যশোরে সেই ডাক্তার রশিদের অপসারনের দাবিতে স্মারকলিপি

