প্রেসবিজ্ঞপ্তি: সাংবাদিক ও সমাজসেবক ডাক্তার আব্দুর রব ঢাকায় জাতীয় হৃদরোগ ইনষ্টিটিউটে ভর্তি রয়েছে। শনিবার তার ওপেন হার্ট সার্জারি করা হবে। জাতীয় হৃদরোগ ইনষ্টিটিউটের ডাক্তার অধ্যাপক আবুল আজাদ তার অপারেশন করবেন। ডাক্তার আব্দুর রব-এর বাড়ি শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের শিববাস গ্রামে। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন। দুই মাস আগে নিজ বাড়িতে তিনি হৃদরোগে আক্রান্ত হন। এরপর তাকে যশোর জেনারেল হাসপাতাল, খুলনা আড়াইশ’ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার ডাক্তারদের পরামর্শে তাকে গত মাসে ঢাকায় জাতীয় হৃদরোগ ইনষ্টিটিউটে ভর্তি করা হয়।
সাংবাদিক আব্দুর রবের শনিবার ওপেন হার্ট সার্জারি, সকলের কাছে দোয়া প্রার্থনা

Previous article
Next article
