শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

মাছ ধরতে গিয়ে প্রান গেল যুবকের

আরো খবর

সাতক্ষীরা প্রতিনিধি: সখের বসে নদীতে ছিপ দিয়ে মাছ ধরার সময় পানিতে ডুবে আলী হাসান (১৮)নামে এক যুবকের প্রান হানী ঘটেছে। শুক্রবার বেলা ১২টার দিকে শ্যামনগর উপজেলার কৈখালি ইউনিয়নের সীমান্তবর্তী কালিন্দি নদীর অদুরে ঘটনাটি
ঘটে। নিহত যুবক সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পরানপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

নিহতের বড় ভাই আল আমিন জানায় , তার ছোট ভাই সকালে একই এলাকার মহাদেব মন্ডলের ছেলে সুজন মন্ডলের সঙ্গে ভারত সীমান্তবর্তী কালিন্দি নদীতে ছিপ দিয়ে মাছ ধরতে যায়। তাদের পাশাপাশি একটি নৌকায় মাছ ধরছিলেন বাবা রফিকুল ইসলাম। বেলা ১২টার দিকে জোয়ারের পানি নৌকার মধ্যে ঢুকে পড়ায় ভাই নৌকায় বাঁধা দড়ি খুলতে যায়। এ সময় দড়ি তার পায়ে জড়িয়ে পানিতে ডুবে মৃত্যু হয়।ওই সময় নৌকায় থাকা সুজন মন্ডল ভাসতে ভাসতে পার্শ্ববর্তী তার বাবার নৌকায় উঠে তার জীবন বাঁচায়।

আরো পড়ুন

সর্বশেষ