পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় জোনাকি গ্রাম উন্নয়ন সমবায় সমিতির মাঠ কর্মী কবিতা রানী দাস দেড় কোটি টাকা আত্মসাত করায় সভাপতি থানায় অভিযোগ করেছেন। মাঠকর্মীর বেমালুম অস্বীকার। আজ বিকেলে থানায়
বসাবসি।
অভিযোগে জানা যায়, পাইকগাছা উপজেলার পৌরসভার মধ্যে প্রতিষ্ঠিত জোনাকি গ্রাম উন্নয়ন সমিতি । এ সমিতি সু নামের সহিত কার্যক্রম চলে আসছিল। উক্ত সমিতিতে পৌরসভার মহিলা কাউন্সিলর কবিতা রানী দাস আদায়কারী (মাঠ) কর্মী হিসেবে ২০১০ সাল থেকে চাকুরী করে আসছেন। সমিতিতে ২০১৩ সাল পর্যন্ত সঠিকভাবে হিসাব প্রদান করলে তার পরে সঠিকভাবে আর কোন হিসাব দেননি।
এদিকে গ্রাহকরা পাওনা টাকা আদায়ে জোর চাপ সৃষ্টি করায় আদায়কারীর কাছে বার বার হিসেব চাইলেও না দেয়ায় গ্রাহকদের পাওনা কোটি কোটি টাকা পরিশোধ করতে পারছেনা সমিতি কতৃপক্ষ। একটা হিসেবে দেখা যায় আদায়কারী কবিতা রাণী দাস
দেড় কোটি টাকা আত্মসাৎ করেছে মর্মে বৃহস্পতিবার বিকেলে সভাপতি মোহাম্মদ আলী গাজী তার বিরুদ্ধে পাইকগাছা থানায় অভিযোগ করেছেন।
এব্যাপারে আদায়কারীও পৌরসভার ৪,৫ ও ৬ সংরক্ষিত কাউন্সিলর কবিতা রাণী দাস বলেন,তিনি কোন টাকা
আত্মসাৎ করেননি। সভাপতি ও পরিচালকের কাছে বুঝে দিয়েছি।
পাইকগাছা থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি।এস আই শাহীন কে তদন্ত করে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছি। এস আই শাহীন জানান বিষয়টি নিয়ে শনিবার বিকালে উভয় পক্ষকে নিয়ে থানায় বসাবসি আছে। পরে বিস্তারিত জানানো হবে।

