শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে বিজিবি-বিএসএফ’র ৪দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু

আরো খবর

বেনাপোল প্রতিনিধি:ভারত-বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি বিএসএফের দুই বাহিনীর মধ্যে
বিদ্যমান পারস্পরিক আস্থা ও সৌহার্দ্য বৃদ্ধি,দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং
পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের উপর যশোরে বিজিবি-বিএসএফ রিজিয়ন
কমান্ডার ও ফ্রন্টিয়ার আইজি পর্যায়ে ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলনে যোগ দিতে
ভারতীয় বিএসএফের ৭ সদস্যের প্রতিনিধ দল বেনাপোল দিয়ে যশোরে পৌচেছে।
শনিবার সকাল ১১টায় বেনাপোল সীমান্তর আইসিপি ক্যাম্পের সামনে বিজিবর পক্ষে
দলটিকে ফুল দিয়ে অভ্যার্থনা জানানো হয়। এসময় উপস্তিত ছিলেন ভারতের সাউথ
বেঙ্গল ফ্রন্টিয়ার কমান্ডার আই-উসম্রান্ ও খুলনা সেক্টর কমান্ডার কর্নেল
মামুনুর রহমানসহ বিজিবি বিএসএফের কর্মকর্তারা।
জিজিবি’র দক্ষিণ পশ্চিম রিজিয়ন’র পরিচালক অপারেশন
লেফটেন্যান্ট কর্নেল মোঃ আনোয়ারুল মাযহার, জানান,বর্ডার গার্ড বাংলাদেশ
(বিজিবি) এর যশোর ও রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার এবং ভারতের বর্ডার
সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর সাউথ বেঙ্গল,নর্থ বেঙ্গল ও গৌহাটি ফ্রন্টিয়ারের
ফ্রন্টিয়ার আইজি পর্যায়ে ৪ দিনব্যাপী সীমান্ত সমন্বয় সম্মেলন শনিবার দুপুরে যশোরে শুরু হয়েছে।

৩৯ বিজিবি’র রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলম এর নেতৃত্বে ২১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল সম্মেলনে
অংশগ্রহণ করেছেন। বাংলাদেশ প্রতিনিধিদলে যশোর রিজিয়ন কমান্ডার
ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদসহ উভয় রিজিয়নের অধীনস্থ সংশ্লিষ্ট সেক্টর
কমান্ডারগণ, স্টাফ অফিসারবৃন্দ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র
মন্ত্রণালয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর
এবং যৌথ নদী কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সম্মেলনে অংশগ্রহণ করেছেন।
অপরদিকে, বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি শ্রী আয়্যুষ মানি তিওয়ারি,

আইপিএস এর নেতৃত্বে ৭সদস্যের ভারতীয় প্রতিনিধিদল সম্মেলনে অংশগ্রহণ করেছেন। ভারতীয় প্রতিনিধিদলে বিএসএফ নর্থ বেঙ্গল ও গৌহাটি ফ্রন্টিয়ারের আইজিগণ ছাড়াও সংশ্লিষ্ট সেক্টরের ডিআইজিগণ,
বিএসএফের স্টাফ অফিসারবৃন্দ,ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ রয়েছেন।
সম্মেলনে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা কার্যকরভাবে বাস্তবায়ন, দুই
বাহিনীর মধ্যে বিদ্যমান পারস্পরিক আস্থা ও সৌহার্দ্য বৃদ্ধি, দ্বিপাক্ষিক সম্পর্ক
উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

আরো পড়ুন

সর্বশেষ