শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

সুন্দরবনে আইবুড়ি নদী থেকে জেলের মরদেহ উদ্ধার

আরো খবর

শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরের নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ মনোরঞ্জন মন্ডল (৬৬) নামে এক জেলের ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজার সংলগ্ন স্লুইস গেটের সামনে আইবুড়ি নদীতে তিনি মাছ ধরতে যান।
পরিবারের বরাত দিয়ে মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অসীম মৃধা জানান, রাত তিনটার দিকে মাছ ধরতে গিয়ে সে নিখোঁজ হয়। সকালে বাড়িতে না আসায় সবাই খোজাখুজির একপর্যায়ে নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। শ্যামনগর থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে। নিহত মনোরঞ্জন মন্ডল মথুরাপুর গ্রামের মৃত দেবেন্দ্র নাথ মন্ডলের পুত্র।

আরো পড়ুন

সর্বশেষ