শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

কেশবপুরে ৪ জনকে অজ্ঞান করে স্বর্ণসহ মালামাল লুট

আরো খবর

কেশবপুর প্রতিনিধি: যশোরের কেশবপুরে ৪ ব্যাক্তিকে অজ্ঞান করে আবারও স্বর্ণালংকার ও একটি মোটর সাইকেলসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে দু‘বৃত্তরা।

থানা পুলিশ খবর পেয়ে সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেছে। জানা যায়, রবিবার  রাতে একদল দু‘বৃত্ত উপজেলার চিংড়া বাজারের গুরুপদ দে‘র বাড়িতে চড়াও হয়ে তারা ঘরের মধ্যে প্রবেশ করে। এসময় তারা গুরুপদ দে (৮৫), তার স্ত্রী
ননীবালা দে (৭৫), দুই ছেলে বিমলদে (৫৫) ও বিধান দে‘কে (৫০) অজ্ঞান করে তারা ঘরের মধ্যে
থাকা লোহার সিন্ধুক ও আলমারী ভেঙ্গে স্বর্ণালংকার, একটি মোটর সাইকেল ও মূল্যবান
জিনিসপত্র নিয়ে গেছে। তবে কত টাকার মালামাল নিয়ে গেছে তা অজ্ঞান হওয়া ব্যক্তিদের
জ্ঞান ফেরা না পর্যন্ত বলা যাচ্ছেনা। সোমবার সকালে প্রতিবেশীরা বিষয়টির টের পেয়ে ওই
বাড়ি থেকে ৪ জনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে কেশবপুর হাসপাতালে ভর্তি করে। এরমধ্যে
গুরুপদ দের অবস্থা আশংকা জনক। ভাল্লুকঘর পুলিশ ফাঁড়ির আইসি এস আই আব্দুল কাদের বলেন, এখবর পেয়ে থানার
অফিসার ইনচার্জ এবং আমি ঘটনাস্থল পরিদর্শন করি। এসময় জানা যায় একদল দু‘বৃত্ত
রবিবার রাতে চিংড়া বাজারের গুরুপদ দের বাড়িতে হানা দিয়ে, বাড়ির ৪ সদস্যকে আজ্ঞান
করে তারা ঘরের দরজা ভেঙ্গে ঘরের মধ্যে প্রবেশ করে। এসময় তারা সিন্ধুক ও আলমারী ভেঙ্গে
মালামাল নিয়ে গেছে বলে ধারনা করা হচ্ছে। তবে কি পরিমান মালামাল নিয়ে গেছে তা
অজ্ঞান ব্যক্তিদের জ্ঞান না ফেরা পর্যন্ত বলা যাচ্ছেনা। এছাড়া তারা ঘরের মধ্যে থাকা অন্যান্যে
মালামালও এসময় ছড়িয়ে ছিটিয়ে রেখে যায়। এব্যাপারে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আরো পড়ুন

সর্বশেষ