রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

মণিরামপুরে পাট চাষীদের প্রশিক্ষণ

আরো খবর

মণিরামপুর প্রতিনিধি:উন্নত প্রযুক্তি  নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাট চাষীদের প্রশিক্ষণ কর্মসূচি ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। মণিরামপুর পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের  আয়োজনে পাট চাষীদের প্রশিক্ষণ কর্মসূচিতে মণিরামপুর উপজেলা প্রশাসনের  সহযোগিতায়  ৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় উপজেলা মিলনায়তন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা চেয়ারম্যান নাজমা খানম।
এসময় উন্নত পদ্ধতিতে পাট ও পাটবীজ উৎপাদন কলাকৌশল নিয়ে চাষীদের সাথে আলোচনা এবং চাষীদের  প্রশিক্ষণ প্রদান করা হয় ।প্রশিক্ষক হিসাবে ছিলেন যশোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা ড:সুমান্ত তরফদার, মণিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার,  পাট গবেষণা উপকেন্দ্র ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম, যশোর পাট অধিদপ্তরের সহকারী পরিচালক  গোলাম সারহয়ার তালুকদার।এ সময় উপস্থিত ছিলেন, পাট গবেষণা সমিতির জেলা সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো:রেহমত আলী, মণিরামপুর উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী মাজেদা বেগম সহ পাট চাষীরা।

আরো পড়ুন

সর্বশেষ